পর্তুগালে নির্বাচনী প্রচার শেষ, এগিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো

প্রথম পাতা » আন্তর্জাতিক » পর্তুগালে নির্বাচনী প্রচার শেষ, এগিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো
শুক্রবার, ১৬ মে ২০২৫



পর্তুগালে নির্বাচনী প্রচার শেষ, এগিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো

পর্তুগালের সাধারণ নির্বাচনের প্রচার শুক্রবার শেষ হচ্ছে। আগামি রোবারের ভোটে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। তবে তিনি আগের চেয়ে স্থিতিশীল সরকার গঠন করতে পারবেন কিনা-তা এখনই নিশ্চিত নয়।

লিসবন থেকে এএফপি এ খবর জানায়।
রেডিও রেনাসেনকার এক জরিপের ফলাফল অনুসারে, মন্টিনিগ্রোর মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এডি) ৩২.৫ শতাংশ ভোট পেতে পারেন। অন্যদিকে বামপন্থী সোশ্যালিস্ট পার্টি (পিএস)ু পেতে পারে ২৬.৫ শতাংশ ভোট।

নবগঠিত অতি ডানপন্থী চেগা (‘এনাফ’) দলটি এবারের ভোটে ১৭.৬ শতাংশ ভোট পেতে পারে। যা ২০২৪ সালের নির্বাচনের ফলাফালের কাছাকছি। এতে তারা পর্তুগালের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারে।

ফলে মন্টেনেগ্রো আবারও একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্বে পড়তে পারেন, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সোশ্যালিস্ট পার্টি (পিএস) এবং চরম-ডানপন্থী চেগা দলের মধ্যে আটকে। কারণ চেগার সঙ্গে সরকার গঠনে তিনি আগেই অস্বীকৃতি জানিয়েছেন।

রোববারের এ নির্বাচন আহ্বান করা হয় চলতি বছরের মার্চে, যখন ৫২ বছর বয়সী এই আইনজীবী পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হন। তার পরামর্শক প্রতিষ্ঠান স্বার্থের সংঘাত সৃষ্টি করছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আস্থা হারান তিনি।

রাজনৈতিক বিশ্লেষক পাওলা এস্পিরিটো সান্টো এএফপিকে বলেন, প্রধানমন্ত্রীর জন্য ক্ষমতায় টিকে থাকাই ইতিবাচক ফলাফল বলে ধরা যেতে পারে। কারণ তিনি সংসদে শক্ত অবস্থান নিশ্চিত করতে ‘পরিকল্পিত ঝুঁকি’ নিয়েছিলেন।

মতামত জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক অ্যালায়েন্স একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা লিবারাল ইনিশিয়েটিভ পার্টির সমর্থন পেতে পারে, যাদের ৬.৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রচারের শেষ দিনে শুক্রবার মন্টেনেগ্রো বলেন, “আমরা আরো বড় সংখ্যাগরিষ্ঠতা চাই।”

রোববারের ভোটগ্রহণ শুরুর আগে শুক্রবার মধ্যরাতে (২৩০০ জিএমটি) সকল রাজনৈতিক প্রচার বন্ধ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪২   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ