ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা
শনিবার, ৩১ মে ২০২৫



ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

র‍্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছেন বাংলাদেশের মেয়েরা। শনিবার (৩১ মে) জর্দানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে পুরো ম্যাচেই ইতিবাচক ফুটবল খেলেছেন পিটার বাটলারের শিষ্যরা। রক্ষণ আগলে রেখে ইন্দোনেশিয়ার বক্সে ভয় ধরালেও গোল পাননি মনিকা-ঋতুপর্ণারা।

ত্রিদেশীয় এই সিরিজে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ।
জর্দান সফরের শুরুটা ইতিবাচকই হলো বাংলাদেশের। র‍্যাংকিং, শক্তি-সামর্থ্যে ইন্দোনেশিয়া বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি রাখে পোস্টে, তবু মেলেনি গোল।

খেলার প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তহুরা খাতুন-ঋতুপর্ণারা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। শেষ দিকে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। ৮০ মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনো মতে আটকান রুপনা চাকমা।
একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। একটু পর বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে ইন্দোনেশিয়া গোল পায়নি। এর পরপরই বাজে শেষের বাঁশি।
৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে খেলবেন মেয়েরা।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫৪   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!
মায়ামি শহরের চাবি পেলেন মেসি
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ