ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা
শনিবার, ৩১ মে ২০২৫



ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

র‍্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছেন বাংলাদেশের মেয়েরা। শনিবার (৩১ মে) জর্দানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে পুরো ম্যাচেই ইতিবাচক ফুটবল খেলেছেন পিটার বাটলারের শিষ্যরা। রক্ষণ আগলে রেখে ইন্দোনেশিয়ার বক্সে ভয় ধরালেও গোল পাননি মনিকা-ঋতুপর্ণারা।

ত্রিদেশীয় এই সিরিজে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ।
জর্দান সফরের শুরুটা ইতিবাচকই হলো বাংলাদেশের। র‍্যাংকিং, শক্তি-সামর্থ্যে ইন্দোনেশিয়া বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। ম্যাচে ইন্দোনেশিয়া ৯ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পারে। বাংলাদেশ ১৫টি আক্রমণের সাতটি রাখে পোস্টে, তবু মেলেনি গোল।

খেলার প্রথমার্ধে কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তহুরা খাতুন-ঋতুপর্ণারা। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। শেষ দিকে দুই দলই গোলের জন্য মরিয়া ছিল। ৮০ মিনিটে ওক্তাভিয়ানি রেভার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনো মতে আটকান রুপনা চাকমা।
একটু পর পাল্টা আক্রমণে ওঠা ঋতুপর্ণা চামকা শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। একটু পর বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে ইন্দোনেশিয়া গোল পায়নি। এর পরপরই বাজে শেষের বাঁশি।
৩ জুন স্বাগতিক জর্দানের বিপক্ষে খেলবেন মেয়েরা।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫৪   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ