সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে আটক
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে আটক

সোনারগাঁয়ে খুনসহ ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ জুন) র‌্যাব-১১ সিপিএসসি এর স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমানের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকায থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার তাতরাকান্দা এলাকার মজিবর তালুকদারের ছেলে মোঃ রাসেল (৩০)।

র‌্যাব জানায়, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত পৌনে ১০ টায় ভিকটিম সাগর আরএফএল কোম্পানীর কাভার্ড ভ্যান নিয়ে চট্টগ্রাম ডিপো হতে নরসিংদী ঘোড়াশাল যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর ব্রীজের পূর্ব পার্শ্বে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ড্রাইভার মোঃ হোসেন আলী ও ভিকটিম থামেন। তারা প্রসাব করার পরপরই অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ডাকাত চাকু, ছুরিসহ এসে তাদের সবকিছু ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। এসময় তারা দিতে রাজি না হওয়ায় ডাকাতদল ভিকটিমের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং একপর্যায়ে ধারালো চাকু-ছুরি দিয়ে আঘাত করে। ডাকাতদল সবকিছু ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর হাইওয়ের টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ড্রাইভার হোসেন পুলিশের সহায়তায় ভিকটিমকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সাগরকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের বড় ভাই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, এ বছরের ২৮ মে সেই মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামীদের যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করেন। একই সাথে তাদের সবাইকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময়ে আসামীরা পলাতক ছিলেন। পরবর্তীতে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে সোনারগাঁও থেকে যাবাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেলকে আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৫২   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম
শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে - মির্জা ফখরুল
ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
প্রথম আলোয় হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত
পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ