শুক্রবার, ৬ জুন ২০২৫

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
শুক্রবার, ৬ জুন ২০২৫



জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

জয়পুরহাটে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) দুপুরে জয়পুরহাটে অবস্থানরত সেনা সদস্যরা স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোডের হরিজন পট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের রেল কলোনী বিশ্বাস পাড়ার মৃত ভাদুয়া হরিজনের ছেলে মিঠুন হরিজন (৩৭), তার স্ত্রী চম্পা (৩৭), ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকার চা বিক্রেতা জাহিদুল ইসলামের ছেলে মোস্তা হাসান (২৬), শহরের দেওয়ান পাড়ার চাঁন মিয়ার ছেলে রুবেল হোসেন (৩০) এবং শান্তিনগর ফুলতলী মোড় এলাকার শ্যামলের স্ত্রী মুক্তি (২৬)।

সেনাবাহিনী জানায়, শহরের রেল কলোনী ও ফুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম শুকনো গাঁজা, ২০ লিটার চোলাই মদ, গাঁজা সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৬   ১০২ বার পঠিত