আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁচা মন্দিরার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁচা মন্দিরার
শুক্রবার, ৬ জুন ২০২৫



আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁচা মন্দিরার

শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর নানা রকম সংকটের মাঝে কাটিয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। বেশ কয়েক মাস পর্দার আড়ালে চলে যান। এরপর ফিরে এসে যুক্ত হয়েছেন নতুন নতুন কাজে।

এবার ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’, যেখানে ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন এই চিত্রনায়ক। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।

এবার ছবিটির মুক্তিকে সামনে রেখে একটি প্রমোশনাল ভিডিওতে দেখা গেল এই জুটিকে। ‘আরিফিন শুভ বনাম মন্দিরা- রোস্টিং উইথ লাভ’ নামের সেই ভিডিওতে উঠে এলো তাদের খুনসুটিও।

শুক্রবার সকালে ভিডিও নিজের পেজ এ প্রকাশ করেন আরিফিন শুভ। তিন মিনিটের সেই ভিডিওতে নায়ক-নায়িকাকে এক মুখোমুখি লড়াইয়ে দেখা যায়। সেখানে ঠাট্টার ছলে উঠে আসে তাদের রসায়ন, শুভর আউটলুক এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও মজার সব মন্তব্য।

ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, ‘কী আর বায়োপিক করবা?’ শুভ পাল্টা প্রশ্ন ছোড়েন ফাজলামি করে, ‘তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?’

শুভ মন্দিরাকে বলেন, ‘আমি এত বছর ধরে কাজ করি, আমার বাজার করার টাকা থাকেনা। তুমি এত মাস ধরে আমেরিকায়, অনেক খরচ হয় তো। ক্যামনে কি?’

এরপর মন্দিরা খোঁচা দিয়ে শুভকে বলে ওঠে, ‘বাবু শোনো, এই যে আমি তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেই না। এই জন্যে আমি আমেরিকা থাকতেছি।’

ভিডিও মন্দিরাকে শুভ বলেন, ‘আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?’ রসিকতা করে মন্দিরার উত্তর, ‘তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।’

উল্লেখ্য, পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার।

বাংলাদেশ সময়: ১৬:২৫:১০   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অবশ্যই ব্যবস্থা নিতে হবে’ - নাহিদ ইসলাম
শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে - মির্জা ফখরুল
ঢাকার ভিসা কেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
প্রথম আলোয় হামলা-ভাঙচুরের ঘটনায় ১৭ জন গ্রেপ্তার, ৩১ জন শনাক্ত
পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল : সিইসি
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ