বিশ্ব মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজ সহ অপহরন করল ইসরাইল

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্ব মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজ সহ অপহরন করল ইসরাইল
সোমবার, ৯ জুন ২০২৫



বিশ্ব মানবাধিকার কর্মীদের ত্রাণবাহী জাহাজ সহ অপহরন করল ইসরাইল

ইতালি থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ ‘ম্যাডলিন’ গাজায় ভিড়তে দেয়নি ইসরাইল। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকেই জব্দ করে দখলদাররা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাহাজটিকে সেলফি ইয়ট উল্লেখ করে ইসরাইলি মন্ত্রণালয় লিখেছে, ‘তারকাদের’ বহনকারী ‘সেলফি ইয়ট’–কে নিরাপদে ইসরাইলের উপকূলের দিকে নেয়া হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে, জাহাজটিতে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তারা হলেন: সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

মানবাধিকারকর্মী বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে ওই মানবাধিকারকর্মীরা গণমাধ্যমকে উসকে দেয়ার চেষ্টা করছিলেন।

এদিকে জাহাজটি ইসরাইলের দখলে যাওয়ার তথ্য নিশ্চিত করে বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে এফএফসি লিখেছে, জাহাজের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়া টেলিগ্রামে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকারকর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে।

গত ২ মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরাইল। এতে অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘ম্যাডলিন’ নামের এ জাহাজ গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৪৯   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুনামি সতর্কতা, ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হতে পারে প্রভাব
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘে যৌথ ঘোষণাপত্র জারি সৌদি আরব-ফ্রান্সের
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় যুদ্ধবিরতি আলোচনায় থাইল্যান্ড-কম্বোডিয়ার নেতারা
গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান ফ্রান্সের
ভারতে স্কুলের ভবন ধসে ৪ শিশু নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ