সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধার: সন্দেহভাজন দুইজন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধার: সন্দেহভাজন দুইজন গ্রেফতার
বুধবার, ১৮ জুন ২০২৫



সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধার: সন্দেহভাজন দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৮ জুন) রাতে, রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকা থেকে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: রূপগঞ্জ থানার দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪), এবং একই থানার মোঘড়াকুর গ্রামের মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)।

নিহত রতন (৩৮) কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। স্ত্রী ও সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড়ের বেরিবাঁধের পূর্ব পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে র‌্যাব-১১ নারায়ণগঞ্জ-এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৫২   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
‘বৈষম্যের বিরুদ্ধে মানুষ জীবন দিলেও বৈষম্য এখনো বিদ্যমান’
বন্দরে ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে রেল কর্ডলাইন নির্মাণের দাবি
ফতুল্লায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ মিছিল
মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের মতবিনিময়
আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সম্পদ ও লিজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো বৈশ্বিক মানদণ্ড চালু
গণ-অভ্যুত্থান ঘিরে রাজধানীতে ৭০৭ মামলা, গ্রেপ্তার ৫০৭৯ জন
নির্বাচনে বিজেপি ও ইসি ভোট চুরি করেছে: রাহুল গান্ধী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ