পিছিয়ে পড়েও নাটকীয় জয় ফ্লুমিনেন্সের

প্রথম পাতা » খেলাধুলা » পিছিয়ে পড়েও নাটকীয় জয় ফ্লুমিনেন্সের
রবিবার, ২২ জুন ২০২৫



পিছিয়ে পড়েও নাটকীয় জয় ফ্লুমিনেন্সের

জন আরিয়াসের দুর্দান্ত ফ্রি-কিক গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। কিন্তু ১১ মিনিটের ব্যবধানে ২ গোল করে জয়ের সুবাস পাচ্ছিল উলসান। ৬৫ মিনিট পর্যন্ত লিড ধরে রেখে অঘটনের জন্ম প্রায় দিয়েই ফেলেছিল। কিন্তু ৬৬ মিনিটে সমতা ফেরায় ব্রাজিলের ক্লাবটি। এরপর শেষ ১২ মিনিটের মধ্যে ২ গোল করে নাটকীয় জয় পেয়েছে ফ্লুমিনেন্স।

শনিবার (২১ জুন) ক্লাব বিশ্বকাপে গ্রুপ এফ’র ম্যাচে উলসান এইচডিকে ৪-২ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। ব্রাজিলের ক্লাবটির পক্ষে জন আরিয়াস, নোনাতো, জুয়ান পাবলো ফ্রেইতেস ও কেনো গোলগুলো করেন। উলসানের পক্ষে গোল করেন লি জিন-হিউন ও উম ওন-স্যাং।

এদিন ম্যাচে ব্রাজিলের ক্লাবটিরই আধিপত্য ছিল। ৭০ শতাংশ সময় তাদের পায়েই বল ছিল। ২৫টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে। তবে পরিসংখ্যানে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতার সঠিক চিত্র পুরোপুরি বোঝা যাবে না।

২৭ মিনিটে আরিয়াস দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত একক আধিপত্য দেখিয়ে আরও বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে ব্রাজিলের ক্লাবটি। কিন্তু এরপরই হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে উলসান। ফ্লুমিনেন্সের রক্ষণে ত্রাস ছড়াতে থাকে।

৩৭ মিনিটে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। ওন-স্যাংয়ের ক্রস পান অরক্ষিত জিন-হিউন। প্লেসিং শটে বল জালে জড়ান তিনি।

এর ১১ মিনিট পর ব্রাজিলিয়ান রক্ষণভাগকে স্তব্ধ করে দেন ওন-স্যাং। ফ্লুমিনেন্সের রক্ষণভাগের খেলোয়াড়ের ক্লিয়ার করা বল পান জিন-হিউন। ডি-বক্সে নিচু ক্রস বাড়ান তিনি। মাটিতে শুয়ে দারুণ এক হেডে বল জালে পাঠান ওন-স্যাং।

প্রথমার্ধের বাকি সময় লিড ধরে রাখে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ফ্লুমিনেন্স। অবশেষে ৬৫ মিনিটে সমতায় ফেরে তারা। কেনোর ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় উলসানের রক্ষণভাগ, ফাঁকায় দাঁড়ানো নোনাতো বল পেয়ে বাঁ পোস্ট দিয়ে জালে জড়ান।

৮৩ মিনিটে তৃতীয় গোলটিও আসে কেনোর পাস থেকে। ফ্রেইতেস গোলটি করেন। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে শেষ গোলটি করেন কেনো। ডান প্রান্তে নোনানো ও আরিয়াস বল দেয়া নেয়া করে ওপরে ওঠেন। নোনাতো ডি-বক্সে আরিয়াসকে বল দেন। আরিয়াসের ক্রসে হেড থেকে বল জালে পাঠান কেনো। সেই সঙ্গে এবারের আসরে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবগুলোর অপরাজিত থাকা নিশ্চিত হয়।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্লুমিনেন্স। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে ডর্টমুন্ড। ২ ম্যাচেই হরে বিদায় নিশ্চিত হয়েছে উলসানের।

বাংলাদেশ সময়: ১১:৪৮:১৪   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২০২৬ ফিফা বিশ্বকাপ, এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল
শুরু হচ্ছে লাতিন-বাংলা সুপার কাপ, সন্ধ্যায় মুখোমুখি ব্রাজিল-বাংলাদেশ
এমবাপ্পের জোড়া গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
মেরিনো ও সাকার গোলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার, উত্তেজনায় ভাসছে ফুটবল বিশ্ব
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
বিশ্ব রেকর্ডগড়া তামিমের ফিফটি, সিরিজ জয় বাংলাদেশের
মোস্তাফিজ-রিশাদের তোপে অল্পে গুটিয়ে গেল আয়ারল্যান্ড
১০ জনের চেলসিকেও হারাতে পারল না আর্সেনাল
হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ