পুতিন ফোন করে ইরানের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন, ট্রাম্প নেননি!

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিন ফোন করে ইরানের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন, ট্রাম্প নেননি!
বুধবার, ২৫ জুন ২০২৫



পুতিন ফোন করে ইরানের বিষয়ে সহায়তার প্রস্তাব দেন, ট্রাম্প নেননি!

ইরান-ইসরাইল সংঘাত বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি নেননি।

ফক্স নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আপনারা যেমনটা জানেন, ভ্লাদিমির আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কি আপনাকে ইরানের ব্যাপারে সাহায্য করতে পারি? আমি বলেছিলাম, না। ইরানের ব্যাপারে আমার সাহায্যের দরকার নেই। আপনার ব্যাপারে আমার সাহায্যের দরকার। আমি আশা করি আমরা রাশিয়ার সাথে একটি চুক্তি করতে যাচ্ছি। যা এরইমধ্যে হতাশার জন্ম দিয়েছে। গত সপ্তাহে ছয় হাজার সৈন্য মারা গেছেন।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন হেগে ২৪-২৫ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, তিনি রাশিয়ার সাথে একটি চুক্তি দেখতে চান। অথচ ইউক্রেন এবং তার পশ্চিমা অংশীদারদের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে কিয়েভে ফের হামলা শুরু করেছে রাশিয়া।

ট্রাম্প রাশিয়ার সাথে সম্ভাব্য চুক্তি সম্পর্কে আর বিস্তারিত তথ্য দেননি।

ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসনের সময় রাশিয়া তেহরানের সাথে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে।

ইরান মস্কোকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে যা ইউক্রেনীয় শহরগুলোতে নিয়মিত হামলায় ব্যবহার করা হয়।

এছাড়া রাশিয়া এবং ইরান উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার পর তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি বিকাশে সহযোগিতা করেছে।

এদিকে, ১২ দিনের ইরান-ইসরাইল সংঘাতের পর মঙ্গলবার যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১১:১১:১১   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ