পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
বুধবার, ২ জুলাই ২০২৫



পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু

পাকিস্তানে প্রায় এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্য রয়েছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন।

গত সপ্তাহে (২৪ জুন) শুরু হওয়া অস্বাভাবিক ভারি বর্ষণ এখন অব্যাহত রয়েছে। এতে সারাদেশে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য মতে, সারাদেশে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ২২ জন, পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ১৩ জন, দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ৭ জন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে ৪ জন।

মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ১৩ জন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ হড়কা বানে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়। তারা ১৭ সদস্যের একটি পরিবারের অংশ যারা সোয়াত নদীতে ভ্রমণে গিয়েছিলেন। পরিবারের ৪ জন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাদেশিক জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফৈজি জানান, উদ্ধারকারীরা ওই পরিবারের ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন এবং ডুবুরিরা নিখোঁজ বাকি একজনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। করুণ ঘটনাটি অনলাইনজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই জরুরি পরিষেবাগুলোর ধীর প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ইরফান ভিরক জানান, ‘আমরা এবারের বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আশা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

ভিরক আরও বলেন, আবহাওয়াবিদরা ২০২২ সালের বিধ্বংসী বন্যার মতো চরম আবহাওয়ার পুনরাবৃত্তি উড়িয়ে দিচ্ছেন না। ২০২২ সালের বন্যায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যায়। সেই বন্যায় ১ হাজার ৭৩৭ জনের মৃত্যুর পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫১   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান আসছে কোটি কোটি রুপি
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত ছাড়াল ১৮০০
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন
কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা জাতিসংঘের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ