যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে তারা যারা এই গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চায়। মানুষ আবারও রাজপথে নামবে। আর এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) জুলাই অভ্যুত্থান স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে পথসভায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা আমরা দেখছি। আমাদের এ কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ব্যাহত করার জন্য ও ভয় দেখানোর জন্যই এ ধরনের কার্যক্রম করা হচ্ছে।’

নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশ যে শুধু সরকার পরিবর্তন বিষয়টি এমন না। অবশ্যই সরকার পরিবর্তন তো হবে কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের এই সিস্টেমের পরিবর্তন প্রয়োজন।’

তিনি বলেন, ‘যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয় সেই ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলোকে বন্ধ করতে হবে। সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং সংবিধান নামে আমাদের দেশে যেটা রয়েছে সেটা সংবিধান না। সেটা হলো আওয়ামী বিধান।’

এদিন সকালে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন। সেখান থেকে বিহারী ক্যাম্প পরিদর্শনে যান তারা। পরে সৈয়দপুরের পাঁচ মাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:২৬:২৪   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় সুইডেন সহায়তা করছে: পরিবেশ উপদেষ্টা
নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন
ফ্যাসিবাদ বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির: সুলতান সালাউদ্দিন টুকু
নির্যাতন করেও বিএনপি’র মনোবল এতটুকুও নষ্ট করা যায়নি: রিজভী
মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
বৃষ্টি ভেজা দিনে কাঁঠাল খাওয়ার উপকারিতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ