![]()
মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ডিবেটের একটি বিষয়ে আমার আমার আপত্তি আছে। প্রধানমন্ত্রী আর স্পিকার বলার আগে মাননীয় শব্দটা বলা কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই মাননীয় কথাটা থেকেই সমস্ত স্বৈরতন্ত্রের জন্ম হয়
আজ মঙ্গলবার বাংলা একাডেমির আব্দুল করীম সাহিত্য বিশারদ মিলনায়তনে দ্যা বাংলাদেশ ডায়ালগ এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনাল ২০২৫’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান তরুণ সমাজের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, অনেকেই বলেন, কিছু হবে না। আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেকদূর এগিয়ে গিয়েছে।
আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি, অবশ্যই অনেক কিছু হবে। বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবে। তর্ক-বিতর্ক থাকবে, মতের অমিল থাকবে। আমি একজনের সাথে একমত হব না, কিš‘ তার মতের জন্যে আমার জীবন দিয়ে দেব। আমরা এটাতেই বিশ্বাস করি। আমরা এই লিবারেল ডেমোক্রেসিতেই বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র।
তিনি বলেন, বাংলাদেশের দূর্ভাগ্য, বাংলাদেশে গণতন্ত্র চর্চা হয়নি। সম্ভবত লিগ্যাসি অব পাকিস্তানি পলিটিকসের কারণে এটি হয়নি। খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপর আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গিয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রশনা ইমাম, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিতার্কিকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৫:০৮ ৮৩ বার পঠিত