নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম

প্রথম পাতা » খুলনা » নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
বুধবার, ৯ জুলাই ২০২৫



নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান- এই তিনটি লক্ষ্য অর্জন করতেই হবে। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়ার লড়াই করছি, যেখানে বৈষম্য, ফ্যাসিবাদ, অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবে না। এই দেশ গড়তে জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র-যুবকদেরই এগিয়ে আসতে হবে।

বুধবার (০৯ জুলাই) বেলা আড়াইটায় চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো কোনো রাজনৈতিক পক্ষ এর শামিল হতে চাইলে, আমরা তার বিরুদ্ধে যাব। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না।

তিনি বলেন, আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে শামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চায় সংস্কার হোক। দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না।

বাংলাদেশপন্থী পথ দেখিয়ে আবরার ফাহাদ থেকে আবু সাঈদ- তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাসহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছর ধরে সীমান্তে হাজারেও উপরে নিরপরাধ কৃষক ও বিভিন্ন মানুষ হত্যা করা হয়েছে। এই ৫৪ বছরে কোন সরকার তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, তারা হত্যাকারী হিসেবে পরিনত হয়েছে। বাংলাদেশের মানুষদের খুন করায় যেন তাদের একমাত্র কাজ। চুক্তি অনুযায়ী আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। সীমান্ত হত্যা আমরা কোনভাবেই মেনে নিবোনা।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মাটি, মানুষকে রক্ষা করার দায়িত্ব এই তরুণ সমাজের। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্ব থেকেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।
‘দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’র দশম দিনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। এর আগে বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া হয়ে আলমডাঙ্গা শহরে সংক্ষিপ্ত পথসভা শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এনসিপির নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
আবরার ফাহাদের দেখানো বাংলাদেশপন্থী পথ ধরে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে: নাহিদ
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার
খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীরকে স্মরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ