নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ

প্রথম পাতা » আড়াইহাজার » নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫



নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ

আড়াইহাজারে সমাজকল্যাণ সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’র উদ্যোগে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান আলোচক হিসেবে অংশ নেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা নারায়ণগঞ্জের নদী, খাল ও পরিবেশ রক্ষায় তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোক্তার হোসাইন বলেন, “নরসিংদী ও মাধবদীর ডাইং শিল্পগুলোর কেমিক্যাল-সমৃদ্ধ বর্জ্য পানি আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের অধিকাংশ নদীকে দূষিত করছে। পাশাপাশি শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা নদী ও পরিবেশ দূষণ করছে, তাদের আইনের আওতায় আনা জরুরি।”

প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।”

প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। আইন অনুযায়ী পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২৩:৪১:১৩   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার
আড়াইহাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ
নারায়ণগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় দেবরের ফাঁসি
আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল
নারায়ণগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
এবার ইউপি সদস্যকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা
আড়াইহাজারে মেঘনা পাড়ে হচ্ছে ইকোপার্ক
আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ