স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
শনিবার, ১৯ জুলাই ২০২৫



স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার

দ্রুত গতিতে পরবর্তী প্রজন্মের যোগাযোগ সংযোগ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স স্টারলিংকের গ্লোবাল অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

তিনি বলেন, ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশে স্টারলিংক পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্তের সূচনা করতে পেরে আমি গর্বিত।’

শুক্রবার এক সংবাদ সম্মেলনে লরেন ড্রেয়ার গণমাধ্যম এবং বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানবিক সম্ভাবনার ভিত্তি হিসেবে সংযোগকে গ্রহণ করে আপনি আপনার দেশকে অন্যদের জন্য অনুসরণীয় মডেল হিসেবে স্থাপন করেছেন।’

ড্রেয়ার সরকারের সিদ্ধান্ত গ্রহণের গতির বিষয়টি কথা তুলে ধরে বলেন, প্রাথমিক সংলাপের মাত্র কয়েক মাসের মধ্যেই স্টারলিংক পরিষেবা আলোচনা থেকে স্থাপনের দিকে এগিয়ে গেছে।

লরেন ড্রেয়ার, যিনি এখন স্টারলিংকের বিশ্বব্যাপী কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেন, স্টারলিংক, বর্তমানে প্রায় ১৫০টি দেশ এবং অঞ্চলে সক্রিয়, উচ্চ-গতির স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস দেয়, যা স্থিতিস্থাপক, স্কেলেবল এবং স্থল অবকাঠামো থেকে স্বাধীন - এটি বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় একটি জাতির জন্য আদর্শ।

তিনি বলেন, পরিষেবাটি এখন প্রত্যন্ত গ্রাম, সুবিধাবঞ্চিত সম্প্রদায় এবং প্রাকৃতিক দুর্যোগ বা অবকাঠামোগত চ্যালেঞ্জের ঝুঁকিপূর্ণ এলাকায় ইন্টারনেট অ্যাক্সেস দিতে সক্ষম।

ড্রেয়ার বলেন, ‘এটি কেবল স্যাটেলাইট সেবা নয়। দূরবর্তী শিক্ষা, টেলিমেডিসিন, ডিজিটাল উদ্যোক্তা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে।’

তিনি ফেলিসিটি আইডিসি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডসহ স্থানীয় অংশীদারদের ভূমিকারও প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্টারলিংকের গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস পরিচালক রিচার্ড গ্রিফিথস; আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী; ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জহিরুল ইসলাম; এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১৭   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নভেম্বর থেকে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা
কোন অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবেনা - কৃষি উপদেষ্টা
পদ্মা সেতুতে ৬.০৩ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি স্বাক্ষর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা
পাটপণ্যের নান্দনিকতা ও ব্যবহার উপযোগিতাকে প্রাধান্য দেওয়ার আহবান বাণিজ্য উপদেষ্টার
সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি - বাণিজ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ