
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে বিচারপতি কে এম হাফিজুল আলম ভার্চুয়ালি যুক্ত হয়ে ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
আরও বক্তব্য দেন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মাসুদ পারভেজ, আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক মাহবুব উল হোসেন।
এর আগে সহকারী জজ মো. তারেকুজ্জামান পবিত্র কোরআন তেলাওয়াত এবং সহকারী জজ কল্যাণ রায় গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী, মো. কামরুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার লিমেন্ট রায়, আদালতের গভর্নমেন্ট প্লিডার (জিপি) আব্দুল বারী, স্পেশাল পিপি জাকির হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহিদুর রহমান প্রমুখ।
বিচারপতি কে এম হাফিজুল আলম ভার্চুয়ালি বক্তব্যে বলেন, আগে আদালতে বিচারপ্রার্থীদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হতো। অসুস্থ মানুষ ও মায়েদের জন্য বিশ্রামের ব্যবস্থা ছিল না। আমরা বিচার প্রার্থীদের কথা চিন্তা করেই এই ন্যায়কুঞ্জ নির্মাণের উদ্যোগ নেই। এর মাধ্যমে আদালতে নতুন মাত্রা যোগ হলো।
তিনি বলেন, এখানে বসার ব্যবস্থা, সুপেয় পানি, টয়লেট ও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আদালতে আমরা হেল্পডেস্ক নির্মাণ করেছি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন এবং আদালত চত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ন্যায়কুঞ্জে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৪:৪৬ ১৩ বার পঠিত