
নারীদের কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টের ফেবারিট ব্রাজিল। দাপুটে এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালের টিকিটের পাশাপাশি ২০২৮ অলিম্পিকে জায়গাও নিশ্চিত করল তারা।
ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে পুরো ম্যাচেই দারুণ খেলেছেন সেলেসাওরা। ম্যাচের প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে আমানডা গুতেরেসের গোলে লিড পায় ব্রাজিল। তার দুই মিনিট পরই আবারও উরুগুয়ের জালে বল পাঠায় সেলেসাওরা। এবারের গোল স্কোরার জিও গারবেলিনি।
প্রথম গোলে অ্যাসিস্ট করে ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই স্কোরশিটে নাম তোলেন মার্তা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক আত্মঘাতী গোল পেয়ে যায় উরুগুয়ে। ৫১তম মিনিটে ইসা হাস নিজেদের জালে বল পাঠালে স্কোর লাইন হয় ৩-১।
তবে এরপর আরও দুই গোল করে উরুগুয়েকে বিধ্বস্ত করে ব্রাজিল। ৬৫তম আমানডা গুতেরেস নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। আর ম্যাচের ৮৬তম মিনিটে উরুগুয়ের কফিনে শেষ পেরেকটি ঢোকান দুদিনহা। ৫-১ গোলের বিশাল জয়ে কোপার ফাইনালে উঠলো ব্রাজিল। আগামী ৩ আগস্ট কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে আসরের সর্বোচ্চ শিরোপাধারী দল ব্রাজিল।
এদিকে এই জয়ে ব্রাজিল এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলের নারী দল।
বাংলাদেশ সময়: ১০:৫৮:৩৮ ১১ বার পঠিত