হামাসকে গাজার শাসন ও অস্ত্রত্যাগের আহ্বান আরব বিশ্বের

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাসকে গাজার শাসন ও অস্ত্রত্যাগের আহ্বান আরব বিশ্বের
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



হামাসকে গাজার শাসন ও অস্ত্রত্যাগের আহ্বান আরব বিশ্বের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার শাসন ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি, কাতার ও মিশরসহ আরব বিশ্বের ১৭টি দেশ। জাতিসংঘের উদ্যোগে নিউইয়র্কে সংস্থাটির সদর দফতরে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে এক ঘোষণাপত্রে এ আহ্বান জানানো হয়। এই বিবৃতিকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ।

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘ সদর দফতরে তিনদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে ওই সম্মেলনের দ্বিতীয়দিন মঙ্গলবার (২৯ জুলাই) এক যৌথ ঘোষণাপত্র জারি করা হয়।

১৭টি দেশ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। যার মধ্যে কাতার, সৌদি আরব ও মিশরের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও আরও কয়েকটি পশ্চিমা দেশ রয়েছে। ঘোষণাপত্রে হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়াতে এবং অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলনের পর ফ্রান্সের নেতৃত্বে আরেকটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে ফ্রান্সসহ ১৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে। ফ্রান্স জানায়, দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে।

তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ইসরাইল। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ একে ‘হামাসকে উৎসাহ দেয়া’ বলে উল্লেখ করেছেন।

তার মতে, এই স্বীকৃতি হামাসকে আলোচনায় কঠোর করে তুলবে এবং জিম্মিদের মুক্তিতে দেরি করবে। এমন পরিস্থিতিতে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরাইলি মন্ত্রীসভার এক সদস্য। ২০০৬ সাল থেকে গাজার নিয়ন্ত্রণে রয়েছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

এদিকে অবরুদ্ধ গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা থামছেই না। গত একদিনে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও ৮০ জনের। যাদের মধ্যে ৭১ জনই গিয়েছিলেন ত্রাণ সংগ্রহে।

হামাস এই দুর্ভিক্ষ পরিস্থিতিকে ‘ধীরগতির গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরাইল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণকে পরিণত করেছে লুটপাট ও বিশৃঙ্খলার হাতিয়ারে।

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজার কিছু অংশে অভিযান প্রতিদিন নির্দিষ্ট সময়ে জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরাইল। দিনের বেলা ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতিও দেয়া হয়। তবে অঞ্চলটিতে ত্রাণ সরবরাহ হচ্ছে নামে মাত্র। বেশিরভাগ বাসিন্দাই থাকছেন খাবার থেকে বঞ্চিত।

ভয়াবহ পুষ্টিহীনতা ও খাদ্য গ্রহণের মারাত্মক ঘাটতি এরই মধ্যেই নিশ্চিত করেছে জাতিসংঘ। এখন কেবল অপুষ্টিজনিত মৃত্যুর তথ্য পেলেই ‘আনুষ্ঠানিক দুর্ভিক্ষ’ ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১:০০:২০   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হামাসকে গাজার শাসন ও অস্ত্রত্যাগের আহ্বান আরব বিশ্বের
সুনামি সতর্কতা, ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হতে পারে প্রভাব
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘে যৌথ ঘোষণাপত্র জারি সৌদি আরব-ফ্রান্সের
নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় যুদ্ধবিরতি আলোচনায় থাইল্যান্ড-কম্বোডিয়ার নেতারা
গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার দাবি ইসরাইলের
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান ফ্রান্সের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ