নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি

প্রথম পাতা » খেলাধুলা » নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫



নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি

উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার (৩১ জুলাই) অ্যাটলাসের ‍মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মেসি ও জর্ডি আলবা। তাদের সঙ্গে মায়ামিতে অভিষেক হয়ে গেল কিছুদিন আগেই অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আসা রদ্রিগো ডি পলের।

চেজ স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও, দুই গোলের সহায়তা করেছেন।

সমানে সমান লড়াইয়ের ম্যাচে সব বিভাগেই এগিয়ে ছিল মায়ামি। তবুও তাদের জয় নিশ্চিত হয় ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির পাসে সহজ এক গোল করেন সেগোভিয়া।

৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো। তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের ষষ্ঠ মিনিটে মার্সেলো ওয়েইগ্যান্ড্টের গোলে জয় নিশ্চিত হয় মায়ামির। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। বল পেয়ে সতীর্থকে পাস দেন তিনি। বল পেয়ে খালি জালে বল পাঠান ওয়েইগ্যান্ড্ট।

গোলের পর অবশ্য রেফারি ভিএআরের সাহায্য নেয়। তবে শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি। জুলাই মাসেই পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোলও করেছেন মেসি। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পলের অভিষেক হয়েছে এই ম্যাচে। জাতীয় দলের সতীর্থ মেসির সঙ্গে এখন ক্লাব ফুটবলেও জুটি বাঁধলেন তিনি। দুইজন একসঙ্গে জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১১:০৩:৩৮   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ‘এ’ দল
নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া অ্যাসিস্ট করলেন মেসি
উরুগুয়েকে উড়িয়ে কোপার ফাইনালে ব্রাজিল
এশিয়া কাপে চ্যাম্পিয়নদের গ্রুপে বাংলাদেশ
আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
প্রাক মৌসুমের ম্যাচ খেলতে হংকংয়ে লিভারপুল
প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
সাগরিকার চার গোলে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ