মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে শোক বইতে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে শোক বইতে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে শোক বইতে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন তিনি।

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় অনেকেই হতাহত হয়েছে। যাদের বেশিরভাগই শিশু।

হতাহতদের স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। সপ্তাহব্যাপী এই আয়োজনে অনেকেই শোক বইতে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল এবং দেশটিতে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে যান। এ সময় তারা মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের স্মরণে শোক বইতে স্বাক্ষর করেন।

এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘এমন মর্মান্তিক দুর্ঘটনায় আমরা মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।’

এছাড়া জাপান, চীন, সৌদি আরব ও শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনারও শোক বইতে স্বাক্ষর করেন। ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারা অনেকে বাংলাদেশ মিশনের অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে তাদের শোকবার্তা পৌঁছে দেন।

বাংলাদেশের মর্মান্তিক ঘটনায় সমবেদনা জানানো সব বিশিষ্ট ব্যক্তি, কূটনৈতিক মিশন ও জাতিসংঘের প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৬   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ