ঘুষ কেলেংকারী সহ নানা অনিয়মের অভিযোগের পর অবশেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে বদলী করা হয়েছে। তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করে সরকার। তবে বদলী করা হলেও পূর্বের স্থানে বেশ কিছুদিন থাকার জন্য সরকারি দপ্তর গুলোতে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে ৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় বক্তাবলীর রাজাপুর খেয়াঘাটের বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে নতুন করে একজনকে ইজারা প্রদান করে। এমনকি হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করে একঘেয়েমি সিদ্ধান্তে বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে ঐ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি করে। পরে ইউএনও’র বিরুদ্ধে বৈধ ইজারাদার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
আর ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জে এসে যোগদানও করে ফেলেছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে উঠেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৫:০০ ১০৮ বার পঠিত