জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
রবিবার, ৩ আগস্ট ২০২৫



জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কেএম মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ এর ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে একটি মিছিল সরিষাবাড়ীর আরামনগর বাজার থেকে শিমলাবাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অভিযোগ উঠেছে, মিছিলটি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে সোহেল রানার নেতৃত্বে ১০০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী লোহার পাইপ, রাম দা এবং ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

পুলিশ জানায়, হামলায় মিছিলকারী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে আসছিল। তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২ আগস্ট সন্ধ্যায় সরিষাবাড়ীর ডোয়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক তদন্ত এবং স্থানীয় সাক্ষ্যপ্রমাণে এই হামলায় সোহেল রানার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, সোহেল রানা এলাকায় ত্রাস সৃষ্টি করতেন এবং পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের আগ্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকতেন বলে জনশ্রুতি রয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সাথে মামলার তদন্ত এখনও চলছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০০   ১৬৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ