পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
সোমবার, ৪ আগস্ট ২০২৫



পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফরের সময় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের সব গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়, বিশেষ করে ১৯৭১ সালের ঘটনাবলির সঙ্গে জড়িত বিষয়গুলোও আলোচনায় আসবে।

আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনার টেবিলে সব বিষয় থাকবে।’ বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা ও আর্থিক ক্ষতিপূরণ চাওয়া বিষয়টি তুলে ধরবে কি না জানতে চাওয়া হলে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক রক্ষা করছে। তিনি জানান, ঢাকা চলতি মাসের শেষ দিকে দুই দেশের বৈঠকে সব অনিষ্পন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

লক্ষ্য কূটনৈতিক সমন্বয় জোরদার করার লক্ষ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসবেন।

২৪ আগস্ট তিনি উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে বাংলাদেশ গত ১৭ এপ্রিল ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের ক্ষমাপ্রার্থনা ও আর্থিক দায়-দেনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলে।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্ধারিত হয়।

তিনি বলেন, ‘ভারত কীভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখে, সেটা আমরা নির্ধারণ করি না; তেমনি আমরা পাকিস্তানের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখব তাতে ভারতও আমাদের ওপর প্রভাব ফেলে না।’

তৌহিদ আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের একটি দিক যেন অন্য দিকের অগ্রগতিতে বাধা না দেয়, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই না যে একটি বিষয় আটকে থাকায় পুরো সম্পর্কই আটকে যায়।’

তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা আবার শুরু হয়েছে এবং পাকিস্তান সংলাপ চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে ইসহাক দারের ঢাকা সফরের কথা থাকলেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সফর স্থগিত করা হয়।

আগামী সফরটি দুই দেশের মধ্যে মূল বিষয়গুলো পুনরায় আলোচনায় আনা এবং গঠনমূলক সহযোগিতার নতুন পথ খোঁজার একটি সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৭   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
জামালপুরে অনুষ্ঠিত হলো ৭৮তম বুনিয়াদি কোর্সের সমাপনী
দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ