
চট্রগ্রাম শহরের বায়েজিদ বোস্তামি সড়কের স্টার শিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতুটি পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার সকালে শিল্প উপদেষ্টা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের নিয়ে পথচারী ও স্থানীয় জনসাধারণের সর্বোচ্চ সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেতুটি নির্মাণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্রগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৬:২৫:১০ ৬ বার পঠিত