
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড়ে চাঁদাবাজি, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী মিছিল ও সভা করেছেন। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজ শেষে খোকন মার্কেট এলাকায় উত্তর ভূঁইগড় পঞ্চায়েত কমিটির উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, চব্বিশের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হলেও এলাকায় এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি; বরং দিন দিন তা বেড়েই চলছে। রাতে স্বস্তিতে ঘুমানো যাচ্ছে না, আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের।
পঞ্চায়েত কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট জাকির হোসেন হামিদী বলেন, ‘কিছুদিন আগেই মসজিদের রড চুরি হয়েছে। অলিগলিতে ছিচকে চোরদের অবাধ চলাফেরা। অথচ পুলিশ প্রশাসনের কোনো টহল নেই। প্রশাসনের এই নীরবতায় এলাকাবাসী হতবাক।’
এসময় উত্তর ভূঁইগড় সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট খায়রুল আলম মিন্টু বলেন, ‘যদি চোর-ডাকাতরা হাতে ধরা পড়ে, তাহলে জনতা কাউকে ছাড় দেবে না। আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি, আর সহ্য করব না। অথচ ফতুল্লা থানা পুলিশের কোনো তৎপরতা নেই, যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক।’
প্রতিবাদ সভা ও মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তর ভূঁইগড় সমাজ কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি সেলিম ভূঁইয়া, সদস্য আমিন মাস্তান, তামিম শিকদার, গোলাম সারোয়ারসহ স্থানীয় শতাধিক বাসিন্দা।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৮ ৯ বার পঠিত