জেলার পাটগ্রাম সীমান্তে ফের দু’জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইন করা দুই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী।
আজ রোববার ভোরে পঁয়ষট্টিবাড়ী সীমান্তের ৮৪৫ নম্বর পিলার দিয়ে পুশইন করা হয় তাদের। পরে প্রধানপাড়া এলাকা থেকে বিজিবি তাদেরকে আটক করে।
বিজিবি জানিয়েছে, বিএসএফ-এর ৯৮ ব্যাটালিয়নের বাড়ি ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে যথাযথ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ হলে স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৩ ১৬ বার পঠিত