টেলিগ্রাম ফাঁদ, কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেলিগ্রাম ফাঁদ, কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



টেলিগ্রাম ফাঁদ, কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

অনলাইনে চাকরির আশ্বাস ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কোটি টাকা প্রতারণা চালানো সংঘবদ্ধ চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদকে (৩০) গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন ইউনিট।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইন নজরদারির মাধ্যমে ঢাকার ধানমন্ডি ও ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম এবং দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, গ্রেফতারকৃতরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে তারা কয়েক লাখ টাকা বিনিয়োগের বিনিময়ে অল্প সময়ে কয়েকগুণ মুনাফার আশ্বাস দিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা ক্যান্টনমেন্ট থানার মামলার আসামি। মামলার তদন্ত চলমান রয়েছে। সিআইডি বলছে, তদন্তের মাধ্যমে চক্রের মূল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৪   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাইফুর রহমানের কৌশল ও নীতি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করেছিল : ড. মঈন খান
আওয়ামী লীগের জন্মই হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে : রিজভী
মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার : প্রধান বিচারপতি
ইসলামাবাদে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উদ্‌যাপিত
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি : সারোয়ার তুষার
মাসুদুজ্জামানের পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচার
তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে: সাখাওয়াত
বাংলাদেশ ও পাকিস্তান ধর্মীয় প্রতিনিধিদল পাঠাতে একমত
জামালপুরে নৌকাডুবিতে নারী নিহত, নিখোঁজ শিশুসহ অনেকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ