চট্টগ্রামে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল : স্বাস্থ্য উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল : স্বাস্থ্য উপদেষ্টা
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



চট্টগ্রামে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল : স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাণিজ্যিক রাজধানী হওয়ার পরও চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। দেশের সকল সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকা কেন্দ্রিক। সরকারি পর্যায়ে শুধুমাত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ওপর নির্ভরশীল চট্টগ্রামের মানুষ। এটা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক।
চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসা সেবা বা বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সম্মেলন কক্ষে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল ও মেডিক্যাল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হার্টের রোগীদের রিংয়ের দাম এবং ক্যান্সারের ওষুধসহ অনেক ওষুধের দাম কমানোর কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত একটা অর্থনীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে।
তারপরও আমরা অগ্রাধিকার অনুযায়ী সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা স্বাস্থ্যখাতে অনেক কাজ করে যাচ্ছি। হার্টের রোগীদের রিংয়ের দাম কমানো হয়েছে, ক্যান্সারের ওষুধসহ অনেক ওষুধের দাম কমানো হয়েছে।

পেশাকে সবকিছুর ওপর স্থান দিতে তিনি ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, ডাক্তারদের কোনো দল থাকতে পারে না।
সবার ওপরে তারা ডাক্তার। তাদের মানবিক হতে হবে। সবক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সৎ থাকতে হবে।

দক্ষ নার্সদের বিদেশে প্রচুর কর্মসংস্থান আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের নার্সদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষভাবে তৈরি করতে হবে। ইংরেজি ভাষায় তাদের দক্ষতা বাড়াতে হবে।
জাপানে প্রচুর নার্সের চাহিদা রয়েছে। তাদের জাপানি ভাষা শিখতে হবে। এজন্য আমাদের কেয়ার গিভার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে কোয়ালিটি টিচিং দরকার। বর্তমান সরকার মেডিক্যাল শিক্ষায় কোয়ালিটির ব্যাপারে কোন প্রকার ছাড় দিবে না। যারা কোয়ালিটি নিশ্চিত করতে পারবে না, তাদের ব্যাপারে সরকার কঠিন সিদ্ধান্ত নিবে’।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে তাকে অবহিত করেন এবং হাসপাতালের গ্রান্ট ইন অ্যাইড খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর বিষয়ে সহযোগিতা কামনা করেন।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ড. মো. মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল ইসলাম, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এ টি এম রেজাউল করিম, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান অ্যাসিস্টেন্ট প্রফেসর (ডা.) মো. কামরুল ইসলাম, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রাণী ঘোষ, নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫৬   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রামে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল : স্বাস্থ্য উপদেষ্টা
কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটি ইফা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জাতির সেবায় সদাপ্রস্তুত আনসার-ভিডিপি সদস্যরা: মহাপরিচালক
নির্বাচন বানচালের জন্য নুরকে আহত করা হয়েছে : ফারুক
আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান
রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
ধানের শীষের জোয়ার কেউ বাধাগ্রস্ত চাইলে তারা ভেসে যাবে : আমীর খসরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ