মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জে মহিলা দলের র‍্যালিতে ঐক্যের ডাক

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালি করেছে জেলা মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ঐক্যের ডাক দেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য এ র‍্যালি শুরু হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মামুন মাহমুদ।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাত্র সাত দিন পরই নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করার লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেন। দেশের অর্ধেক ভোটার নারী, তাই তাদেরকে ঘরে বসিয়ে না রেখে সংগঠিত করার মাধ্যমেই উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। সেই ধারা আজও অটুট রয়েছে।

তিনি বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এখনই সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়।
যারা মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যারা এখনও পিছিয়ে আছেন, তাদের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি।

র‍্যালিটি শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে জেলা মহিলা দলের শীর্ষ নেত্রীসহ শতাধিক কর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:০০   ২৪১ বার পঠিত