ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো - সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো - সিনিয়র সচিব
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো - সিনিয়র সচিব

বাংলাদেশে ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

সিনিয়র সচিব বলেন; বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ঐতিহ্যগতভাবে কাগজ-ভিত্তিক এবং সময়সাপেক্ষ ছিল। নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে সরকার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ভূমি খাতে একাধিক মানোন্নীত সফটওয়্যার চালু করেছে। এসব সফটওয়্যার ভূমি সেবা প্রদানের পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে।”

আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত “মানোন্নীত সফটওয়্যারসমূহের কার্যক্রম পর্যালোচনা, চ্যালেঞ্জ ও সুপারিশ” শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব আরও বলেন; ভূমি সেবার ডিজিটাল রূপান্তরে গ্রামীণ জনগোষ্ঠীর ডিজিটাল দক্ষতা ও সচেতনতার ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সার্ভার ও ইন্টারনেট সুবিধা শক্তিশালীকরণ, ব্যাকআপ সিস্টেম নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জনগণের মতামতের ভিত্তিতে নিয়মিত আপডেট ও সংস্কার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বাংলাদেশে ভূমি সেবার মানোন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। উন্নতমানের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগ দেশকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় ২৭টি আলোচ্য বিষয় উপস্থাপন করা হয় এবং সেগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, ALAMS বিশেষ কার্যক্রম; মো: হামিদুর রহমান, ল্যান্ড সার্ভিসেস স্পেশালিস্ট, ALAMS বিশেষ কার্যক্রম; ভূমি মন্ত্রণালয় ও ALAMS বিশেষ কার্যক্রমের কনসালটেন্টবৃন্দ এবং সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৫২:০৬   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা উজ্জ্বল : শিল্প উপদেষ্টা
‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার
ডিজিটাল ভূমিসেবার চ্যালেঞ্জগুলো দ্রুতই কাটিয়ে উঠতে পারবো - সিনিয়র সচিব
পিআর পদ্ধতির ব্যাপারে এখনো জাতি প্রস্তুত নয় : আহমেদ আযম খান
বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল
ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সৈয়দা রিজওয়ানা হাসান
মালয়েশিয়ায় হালাল কসমেটিকস পণ্যের মেলা : বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি ইসলামপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
এরদোয়ানকে ওমর (রা.) স্বাক্ষরিত চুক্তিপত্রের প্রতিলিপি উপহার জেরুজালেমের পাদরির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ