
নারায়ণগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ক সচেতনতায় সাংবাদিকদের নিয়ে এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের জন্য কর্মশালায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম, গণযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী উপ-পরিচালক উজ্জল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে ।
ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, নয় মাস বয়স থেকে ১৪ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির বা সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। কর্মশালায় টাইফয়েডের কারণে শিশুদের শরীরে কেমন প্রভাব পড়ে এবং কি পরিমাণ শিশু বছরে টাইফয়েডে আক্রান্ত হয় তার পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রতিবছর প্রায় আট হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়।
কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায় এবং স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, নাহিদ আজাদ, মোস্তফা করিম, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইউসুফ আলী এটম, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মোশতাক আহমেদ (শাওন), হাজী হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন, মো: সাইফুল ইসলাম (সায়েম)।
কর্মশালায় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আফসানা মুন, নুসরাত জাহান সুপ্তি, বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম রাজু, আজমীর ইসলাম, সৌরভ হোসেন সিয়াম, মোবাশে^র শ্রাবন, শরীফ সুমন, মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:২৩:৪৮ ১১ বার পঠিত