নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে টাইফয়েড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে টাইফয়েড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে টাইফয়েড বিষয়ক  কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক টাইফয়েড ভ্যাক্সিনেশন বিষয়ক সচেতনতায় সাংবাদিকদের নিয়ে এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা তথ্য অফিস আয়োজিত সাংবাদিকদের জন্য কর্মশালায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম, গণযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের উপ-পরিচালক ফাহিমা জামান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী উপ-পরিচালক উজ্জল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে ।

ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, নয় মাস বয়স থেকে ১৪ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির বা সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১২ অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হবে। কর্মশালায় টাইফয়েডের কারণে শিশুদের শরীরে কেমন প্রভাব পড়ে এবং কি পরিমাণ শিশু বছরে টাইফয়েডে আক্রান্ত হয় তার পরিসংখ্যান তুলে ধরা হয়। প্রতিবছর প্রায় আট হাজারের বেশি শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়।

কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায় এবং স্থায়ী সদস্য তমিজ উদ্দিন আহমেদ, হাফিজুর রহমান মিন্টু, নাহিদ আজাদ, মোস্তফা করিম, মাকসুদুর রহমান কামাল, নাফিজ আশরাফ, রফিকুল ইসলাম রফিক, মজিবুল হক পলাশ, ইউসুফ আলী এটম, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মোশতাক আহমেদ (শাওন), হাজী হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন, মো: সাইফুল ইসলাম (সায়েম)।

কর্মশালায় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আফসানা মুন, নুসরাত জাহান সুপ্তি, বিল্লাল হোসেন, রাশেদুল ইসলাম রাজু, আজমীর ইসলাম, সৌরভ হোসেন সিয়াম, মোবাশে^র শ্রাবন, শরীফ সুমন, মোহাম্মদ নেয়ামত উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৮   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সনদ তুলে দিলেন সাংবাদিক ইব্রাহীম খলিলকে
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ