ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে ভোটের জন্য এখন অপেক্ষা করছে। যে মুহূর্তে বিএনপির বিষয়টা সামনে এসেছে সেই মুহূর্তে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জানে গত ১৫/২০ বছর ধরে বিএনপি যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর এল ব্লক, কে ব্লক, বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জনসাধারণের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে ভবিষ্যতে ১৮ মাসে বিএনপির যে কর্মসূচি ১ কোটি মানুষের চাকরি, বিনা মূল্যে বিনা পয়সায় কিভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া যায়—এটা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও আমরা রেডি করে রেখেছি। শিক্ষা ক্ষেত্রে কি হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কি হবে, চাকরির ক্ষেত্রে কি হবে, এই নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা কী থাকবে সেগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং রাজনীতি শুধু নয় অর্থনীতিকে আমরা গণতন্ত্রায়ণের দিকে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি। বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তার গণতন্ত্রের অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মো. শফিউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৯   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশের বন্দর খাতে নতুন মাইলফলক - নৌপরিবহন উপদেষ্টা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে: ড. মোশাররফ
ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানি
‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’
হাসিনা আগেই টাকার বস্তা নিয়ে আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব
রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ