ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ বিশ বছর ভোট দিতে না পেরে ভোটের জন্য এখন অপেক্ষা করছে। যে মুহূর্তে বিএনপির বিষয়টা সামনে এসেছে সেই মুহূর্তে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ জানে গত ১৫/২০ বছর ধরে বিএনপি যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সেই গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছি আমরা। ধানের শীষের পক্ষে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর এল ব্লক, কে ব্লক, বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জনসাধারণের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনে ভবিষ্যতে ১৮ মাসে বিএনপির যে কর্মসূচি ১ কোটি মানুষের চাকরি, বিনা মূল্যে বিনা পয়সায় কিভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া যায়—এটা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও আমরা রেডি করে রেখেছি। শিক্ষা ক্ষেত্রে কি হবে, স্বাস্থ্য ক্ষেত্রে কি হবে, চাকরির ক্ষেত্রে কি হবে, এই নতুন প্রজন্মকে আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে তাদের ভূমিকা কী থাকবে সেগুলো আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং রাজনীতি শুধু নয় অর্থনীতিকে আমরা গণতন্ত্রায়ণের দিকে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি। বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, এই যুদ্ধে জয়ী হয়েছে। মানুষ তার গণতন্ত্রের অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণজোয়ার সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাফি মুন্না, বিএনপি নেতা মাহবুবুর রহমান, সাবের আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, মো. শফিউল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:০৯   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি : হাসনাত
সেন্টমার্টিনের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সানাউল্লাহ
শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী : সালাহউদ্দিন
কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ
শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন
ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে : উপদেষ্টা আলী ইমাম
নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই: সানাউল্লাহ
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮
দেশের আলেম সমাজকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ