সরিষাবাড়ীতে শত্রুতার জেরে ২ বিঘা আমন ধান পুড়ল আগাছানাশকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শত্রুতার জেরে ২ বিঘা আমন ধান পুড়ল আগাছানাশকে
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



সরিষাবাড়ীতে শত্রুতার জেরে ২ বিঘা আমন ধান পুড়ল আগাছানাশকে

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমিতে লাগানো আমন ধান আগাছানাশক ক্ষতিকারক বিষ প্রয়োগ করে সম্পূর্ণরূপে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর হোসেন ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এলাকায়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, আশপাশের জমিগুলো সবুজে ভরে থাকলেও মাঝখানের ২ বিঘা ফসলি জমির ধান সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। ধানের ক্ষেতের আইলে বসে ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর হোসেনকে চোখের জল মুছতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে। কৃষক জাহাঙ্গীর হোসেন-এর সঙ্গে একই এলাকার শওকত আলীর ছেলে আল আমীন-এর আবাদি জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধপূর্ণ ২ বিঘা জমিতেই জাহাঙ্গীর হোসেন আমন ধান রোপণ করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোরে আল আমীন ও তার লোকজন জমিতে আগাছানাশক প্রয়োগ করে ধানের গোছালি পুড়িয়ে দেয়, যার ফলে পুরো ক্ষেতের ধান নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে আল আমীনকে প্রধান আসামি করে মোট ৮ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলো- নাছিম (২২), শওকত আলী (৫০), নাজমুল (২৫), হুমায়ুন (৩০), নুর ইসলাম (৫৫), আব্দুল সাত্তার (৫৫) এবং আব্দুল জলিল (৬০)।

সুষ্ঠু বিচার দাবি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর
ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, চলতি আমন মৌসুমে রোপণ করা ধানের গোছালি দ্রুত বাড়ছিল। কিন্তু প্রতিপক্ষ শত্রুতার বশবর্তী হয়ে আগাছানাশক প্রয়োগ করে পুরো ক্ষেত বিনষ্ট করে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।

স্থানীয় এলাকাবাসীর মধ্যে হানিফ মিয়া ও নান্নু মিয়া ঘটনাটিকে ‘বড়ই দুঃখজনক’ আখ্যায়িত করে বলেন, জমির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ এমন অন্যায় ক্ষতি করেছে। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান আসামি আল আমীন-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১২   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা - ধর্ম উপদেষ্টা
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জামালপুরে জামিয়া আল-হেরা মহিলা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ