আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা

প্রথম পাতা » খেলাধুলা » আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা

তারুণ্যের উৎসব ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে আজ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দিয়ে বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও সকল ক্রীড়া প্রতিষ্ঠান পরিচালনার নীতি গ্রহণ করা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, তারুণ্যের উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন তারুণ্যের উৎসবের প্রথম পর্বে সারা দেশে প্রায় আড়াই কোটি অংশগ্রহণকারী অংশ নিয়েছিল। আমরা এ পর্বে আরো বেশি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা আরো বলেন, ক্রীড়াক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ, অবকাঠামো, সুযোগ-সুবিধা প্রয়োজন অর্থনৈতিক কারণে সকল চাহিদা সম্পূর্ণভাবে পূর্ণ করা সম্ভব হয় না। এজন্য উপদেষ্টা সকল কর্পোরেট প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামনের দিনগুলোতে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই এবং হাই পারফর্মেন্স ট্রেনিং প্রদান করতে চাই যাতে করে কোনো ক্রীড়াবিদ আর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভাব অনুভব না করে। সেই লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ বছর মেয়াদি ভিশন স্থির করা নিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:২০   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়
আর্সেনালের সহজ জয়, সিটিকে রুখে দিল মোনাকো
পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল
ঘুরে দাঁড়িয়েও বড় ব্যবধানে হার মায়ামির
নারী বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?
চ্যাম্পিয়ন ভারতকে ২১ কোটি রুপি পুরস্কার দিচ্ছে বিসিসিআই
ফাইনালে ভারতও চাপে থাকবে, দাবি পাকিস্তান অধিনায়কের
নির্বাচকের চাকরি ছেড়ে বিসিবি নির্বাচনের মনোনয়ন কিনলেন রাজ্জাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ