আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

প্রথম পাতা » চট্টগ্রাম » আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রবারণা পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি একটি উৎসব। এই উৎসবে আজকে আমরা সবাই জমায়েত হয়েছি। এই উৎসব সবার জন্য। আমি আনন্দিত, চট্টগ্রামে আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আপনারা প্রবারণা পূর্ণিমা পালন করছেন।
এটিই আমাদের দেশের স্বার্থকতা।’

সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের নন্দনকানে বৌদ্ধ মন্দির সড়কে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি।
আগামীর বাংলাদেশে, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি।’

এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে দিনভর চলছে পূজা, প্রার্থনা ও আলোকসজ্জার উৎসব। সকাল থেকেই ভক্তরা পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন নগরীর নন্দনকানন, কোতোয়ালি, পাহাড়তলী ও পটিয়া এলাকার বিহারগুলোতে।
অহিংসা আর মঙ্গলের বারতা ছড়িয়ে আকাশে উড়ছে বর্ণিল ফানুস।

সোমবার সন্ধ্যায় নগরীর নন্দনকাননের বৌদ্ধমন্দিরে ফানুষ ওড়ানো হয়। বিকেলে থেকেই এ মন্দিরে হাজারো মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার পর ফানুস ওড়ানোর আয়োজন করা হয়।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মশুদ্ধি, সংযম ও দয়ার বার্তা নিয়ে আসে।
দিনটি উপলক্ষে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নিচ্ছেন পূজা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনায়। সন্ধ্যা নাগাদ আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনে আলোকিত হয়ে উঠেছে নগরীর বিভিন্ন বিহার।

বাংলাদেশ সময়: ২২:৩১:৫৭   ৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এ্যানি
পরিবর্তনের সুযোগ এসেছে, আসুন সবাই কাজে লাগাই : মজিবুর রহমান মঞ্জু
দলের মজলুম অবস্থায় মুখপাত্রের মতো কাজ করেছি: রুমিন ফারহানা
ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে: ধর্ম উপদেষ্টা
ভূমিকম্প নিয়ে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা
কুমিল্লায় তারুণ্যের উৎসবে তারুণ্য নির্ভর আলোচনা সভা
সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
নতুন বাংলাদেশ গঠনে রাঙ্গামাটিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সভা
পাহাড়ের সব সম্প্রদায়ের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চাই : ওয়াদুদ ভুইয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ