যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার অধিকার নেই : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা পিআর বোঝে না, তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে স্বৈরাচার ও চাঁদাবাজি আরো বেড়ে যাবে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যদি পিআর ছাড়া একতরফা নির্বাচন হয়, তাহলে বিএনপি এককভাবে ক্ষমতায় এসে চাঁদাবাজি ও স্বৈরাচারী কার্যক্রম শুরু করবে।
বিএনপিকে শরীয়া আইনবিরোধী উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করে না। কিন্তু এ দেশ হবে ইসলামের, ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ব্যালট বাক্স হবে একটাই।

চরমোনাই পীর বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কল্যাণ নিশ্চিত করা।
কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। দেশে এখনও দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাট চলছে। কেউ কেউ বিদেশে ‘বেগমপাড়া’ বানিয়েছে, শত শত বাড়ি করেছে। টাকার পাহাড় গড়েছে।
এমনকি এই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে রেজাউল করীম আরো বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে গুম ও খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা একটি ফ্যাসিস্ট শক্তি।
এ দেশে আর ফ্যাসিবাদের কোনো স্থান নেই।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০৩:৪৯   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত, যুক্তি তুলে ধরলেন তাহের
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি
বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছে : আইএমএফ
ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু
মেয়েরা আজ সবক্ষেত্রে জয়ী: কন্যাশিশু দিবসের আলোচনায় ডিসি
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ