সরিষাবাড়ীতে ডায়াবেটিস রোগীকে মারধরের অভিযোগ, থানায় মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ডায়াবেটিস রোগীকে মারধরের অভিযোগ, থানায় মামলা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫



---

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল চান্দুর মোড় এলাকায় প্রাত্যহিক হাঁটতে বের হওয়া ফিরোজ আলম সোহাগ (২৭) নামে এক ডায়াবেটিস রোগীকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে এ তথ্য জানান। এ ঘটনায় ৫ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ ফিরোজ আলম সোহাগ একজন ডায়াবেটিস রোগী হওয়ায় ডাক্তারের পরামর্শে তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন। বুধবার ১৫ অক্টোবর ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে ফজরের নামাজের পর তিনি তার বাড়ি স্থল থেকে প্রাত্যহিক হাঁটাহাটির উদ্দেশ্যে বের হয়ে চান্দুর মোড়ে পৌঁছান।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখিত বিবাদীগণ তাদের সহযোগীসহ তার পথরোধ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে বিবাদীগণ অতর্কিতভাবে এলোপাথাড়ি কিল ঘুষিসহ বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
আহত ফিরোজ আলম সোহাগ জানান, “ভোরবেলায় আমি হাঁটতে ছিলাম। হঠাৎ ফরিদ মেম্বারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অতর্কিত পথরোধ করে আমার উপর হামলা ও মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এবিষয়ে অভিযুক্ত বিবাদী মোঃ ফরিদ মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

বাংলাদেশ সময়: ১৯:১৯:১২   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাঠপর্যায়ে পাটবীজ সরবরাহ জোরদারের লক্ষ্যে বাকৃবিতে বিএডিসির বিশেষ কর্মশালা
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বন্দরে ইউএনও ও ওসির বিদায় সংবর্ধনা
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
দেশের স্বার্থে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: টুকু
গত ১৬-১৭ বছরে চাকরি–ব্যবসায় বৈষম্যের শিকার তরুণরা: মাসুদুজ্জামান
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ