
টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিকদের অধিকার। বিশেষ করে অস্বচ্ছলদের জন্য এই সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে হবে। সেজন্য ফ্যামিলি কার্ডভিত্তিক স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেছেন।
সোমবার মোহরা ৫ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্মার্ট ফ্যামিলি (টিসিবি) কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, সরকারি ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে যেসব খাদ্যপণ্য দেওয়া হচ্ছে, তা যাতে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ যেন না থাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমেও সহায়ক হবে।
টেকসই নগর গঠনে দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
মেয়র জানান, চট্টগ্রাম শহরে সাড়ে তিন লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকরা বাজারমূল্যের তুলনায় অর্ধেক দামে টিসিবির পণ্য কিনতে পারবেন। একটি পরিবার একটি কার্ডই পাবে; এটিই স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতি। কার্ডধারী অবশ্যই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা অস্বচ্ছল শ্রেণির হতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন এবং তারেক রহমানের ঘোষিত দফার অন্যতম লক্ষ্য, ‘ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া’।
ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আবারও দরিদ্র শ্রেণির জন্য কৃষি ও স্বাস্থ্য কার্ড চালু করে ভাগ্যন্নোয়নে কাজ করবে বলেও দাবি করেন চসিক মেয়র।
ডা. শাহাদাত বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাদের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য। নাগরিকরা যেন সম্মান ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। এই শহরকে আমরা ‘ক্লিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আজম, জাফর আহমেদ, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি ইদ্রিস মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক এম ফিরোজ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৩৬:৪০ ২৪ বার পঠিত