ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি: অ্যাড. টিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি: অ্যাড. টিপু
বুধবার, ২২ অক্টোবর ২০২৫



ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি: অ্যাড. টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৬নং ওয়ার্ডে বিএনপি’র কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শেখ হাসিনা যেভাবে কথা বলতেন, তাতে মনে হতো তিনি যেন দেশের জনগণের সঙ্গে ঝগড়া করছেন। যেভাবে এক কাজের বুয়া রাগ করে কথা বলে, শেখ হাসিনা তেমনি দেশের মানুষের সঙ্গে, প্রশাসন ও আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলতেন। অন্যদিকে, জননেতা তারেক রহমান বিদেশে থেকেও দেশের মানুষকে ভালোবাসেন, দেশের কল্যাণে চিন্তা করেন এবং জনগণের জন্য সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথ দেখান। তিনি বিশ্বাস করেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একত্রে, কাঁধে কাঁধ মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই ঐক্যই হবে বিএনপির জয়ের ভিত্তি।”

অ্যাড. টিপু আরও বলেন, “আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয় ওয়াজেদ গণতন্ত্রকে হত্যা করেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। অন্যদিকে, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।”

বন্দর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সফি উদ্দিন সোহেল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মাসুদ রানা, শাহেনশাহ আহম্মেদ, নাজমুল হক রানা।

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যেখানে দোকানদার ও পথচারীদের মাঝে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২০:২২   ৭৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে খামারে বিষ প্রয়োগে হাঁস-শালিক হত্যার অভিযোগ
ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাই: নারীসহ ৩ জনকে গণপিটুনি
উদ্বোধন হলো কসাইবাড়ী-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জি হুজুর সরণি’
নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত
‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা নাহিদের
বাংলাদেশে ভোটের বিকল্প নেই : মাহমুদুর রহমান মান্না
প্রয়োজনে ৩০০ ভোট পাব তবু চাঁদাবাজদের কাছে মাথানত করব না : হাসনাত আব্দুল্লাহ
সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের ব্যাপারে কাউকেই ছাড় নয়: মির্জা আব্বাস
পদোন্নতি জটিলতায় ৩২ হাজার শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ