ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য - ভূমি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য - ভূমি সচিব
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫



ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য - ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমির সঠিক ব্যবহার, সংরক্ষণ, মালিকানা নির্ধারণ এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সঠিক জরিপ অপরিহার্য। জরিপ কার্য সম্পাদনের মূল হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করেন সার্ভেয়াররা।

আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলনকক্ষে নবযোদানকৃত সার্ভেয়ারগণের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বিভাগে মোট ১৯৬ জন সার্ভেয়ার নতুন যোগদান করেছেন।

সিনিয়র সচিব বলেন, সার্ভেয়াররা ভূমি পরিমাপ ও মানচিত্র প্রণয়নের মাধ্যমে ভূমির প্রকৃত অবস্থান ও সীমা নির্ধারণ করেন। তাদের পরিমাপের ওপর ভিত্তি করেই ভূমি রেকর্ড প্রস্তুত হয়, যা জমির মালিকানা নির্ধারণে সহায়তা করে। সঠিক পরিমাপ না হলে মালিকানা বিরোধ, দখল সমস্যা ও আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সার্ভেয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সালেহ আহমেদ বলেন, বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের আওতায় এসেছে। এই প্রক্রিয়ায় সার্ভেয়ারদের কাজ আরো আধুনিক হয়েছে, তারা এখন প্রযুক্তি ব্যবহার করছেন। সময়ের চাহিদা অনুযায়ী সার্ভেয়ারদের ডিজিটাল দক্ষতা অর্জন করা অপরিহার্য হয়ে পড়েছে। সার্ভেয়াররা সঠিকভাবে কাজ করলে ভূমি প্রশাসন হবে জনবান্ধব, দক্ষ ও আধুনিক যা একটি উন্নত বাংলাদেশের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, মোঃ এমদাদুল হক চৌধুরীসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:১৯   ১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


হাসিনা এখন ইসকনকে ব্যবহার করতে চায় : রাশেদ প্রধান
মাদকমুক্ত সমাজ গঠন আমাদের নতুন অঙ্গীকার: এ্যানি
বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন নয়: মামুনুল হক
ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত
জুলাইযোদ্ধারা চাঁদাবাজি করলে আমাদের কষ্ট লাগে : রেজাউল করিম
ইআবির অধীনে সারা দেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু
সরকার জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ : আদিলুর
সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগতা জানিয়েছে কমিশন : এনসিপি
শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে হবে : ক্যাব সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ