
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচিত জাতীয় সংসদ হচ্ছে সুনির্দিষ্ট ফোরাম।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণঅধিকার পরিষদের চুতর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ হচ্ছে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল। এটি বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ।
এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই।’
তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ যেন বাধ্য থাকে, সেটার একটা আইনি ভিত্তি রচনার জন্য এখন ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেওয়া হবে।’
বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমরা যেন কোনোভাবেই আইনি প্রক্রিয়ার বাইরে না যাই। সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই।
আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালনা করি।’
সালাহউদ্দিন বলেন, ‘অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের শক্তি বলে অনেক বৈপ্লবিক আদেশ জারি করা যায়। এই বক্তব্য হচ্ছে আবেগি বক্তব্য। কারণ, জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে।
এখন পর্যন্ত সাংবিধানিকভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল করেছেন-এনসিপি, তাদের অনেক রকমের বক্তব্য আছে। যেগুলো আমরা নিজেরাও ধারণ করি। কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে। আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই, যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো প্রশ্নবিদ্ধ হয়।
’
তিনি বলেন, ‘এগুলো আমি আজকের জন্য বলছি না। আগামী পাঁচ বছরের জন্য বলছি না, আগামী ১০ বছর পরে বা ১৫ বছরে যাতে এই প্রশ্ন নিয়ে কেউ আদালত না যেতে পারে, সেরকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরো সাফল্যের জন্য এগিয়ে নিয়ে যেতে হবে।’
বাংলাদেশ সময়: ২১:৪৭:৪৪ ১৯ বার পঠিত