
বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘ক্রীড়াই তারুণ্য, ক্রীড়াই শক্তি। জাতির সুস্থতা, জাতির আনন্দ ও গৌরব ক্রীড়াতেই নিহিত। তাই জাতীয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’
সোমবার (২৭অক্টোবর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে জুলাই ঐক্য পরিষদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এক কথা বলেন তিনি।
কাদের গনি চৌধুরী বলেন, ‘শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন। এ জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। খেলাধুলার জন্য সবার আগে প্রয়োজন খেলার মাঠ।
খেলাধুলা চর্চার প্রতি শিশু-কিশোরদের সব সময়ই আগ্রহ থাকে। তারা খেলাধুলা করতে চায়। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে তাদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়।’
তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
কিন্তু এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ। শারীরিক ও মানসিক বিকাশ তথা সৃজনশীল কার্যক্রমের কোনো সুযোগ নেই। দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নেই নিজস্ব কোনো খেলার মাঠ। বিশেষ করে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠের অভাব চোখে পড়ার মতো। শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুতই এদিকে নজর দেওয়া দরকার।
শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার ভালো পরিবেশের পাশাপাশি একটি ভালো মাঠের নিশ্চয়তা যেন দেওয়া হয়, সেটাই আমাদের কাম্য।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, নাজিমুদ্দিন ইমু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী,সরোয়ার হোসেন, মনসুর আলম চৌধুরী, এনসিপি নেতা একরামুল হক, ছাত্র অধিকার পরিষদ নেতা রবিউল হাসান তানজিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৮:৩০ ২৫৬ বার পঠিত