
জেলায় আজ শিক্ষার্থীদের মেধার বিকাশ, যুক্তি-তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ বাংলাদেশে মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব’।
আজ শনিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী নাম ফলক উন্মোচনের মাধ্যমে এই ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করেন।
এসময় পাঠাগারের হলরুমে আয়োজিত আলোচনা সভায় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, এডভোকেট আহসান হাবীব, মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের ডিবেট কক্ষে অনুষ্ঠিত পার্লামেন্টারি বির্তক প্রতিযোগিতায় স্পিকারের দ্বায়িত্ব পালন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।
প্রতিযোগিতায় পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮:০১:৪৪ ২৭ বার পঠিত