নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি। জুন মাসে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মেয়র পদে এক অপ্রত্যাশিত জয়ের পর আলোচনায় আসেন ৩৪ বছরের মামদানি। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বের জন্য তরুণ ভোটারদের মধ্যেও ছিলেন জনপ্রিয় ।

নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক পরিচয় দেয়া মামদানি প্রাইমারিতে জয়লাভের আগে সবার কাছে অজানাই ছিলেন। এরপর একটি গতিশীল, সোশ্যাল-মিডিয়া-কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে সমর্থকরা তাকে প্রগতিশীল রাজনীতির একটি নতুন তরঙ্গের প্রতিনিধিত্বকারী হিসাবে জানতে পারেন। তার প্রশংসা করেন।

যেখানে ট্রাম্পের মতো অন্যরা তাকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তার নিন্দা করেন।

উগান্ডার কাম্পালায় জন্ম নেয়া মামদানি সাত বছর বয়সে তার পরিবারের সাথে নিউইয়র্কে চলে আসেন। তিনি ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে লেখাপড়া করেন এবং পরে বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে ডিগ্রি অর্জন করেন। তিনি প্যালেস্টাইনে স্টুডেন্টস ফর জাস্টিসের ক্যাম্পাস অধ্যায়ের সহ-প্রতিষ্ঠাতা।

এই জয়ের মাধ্যমে মামদানি হলেন শহরের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় মেয়র। যিনি এই বৈচিত্র্যময় শহর জুড়ে সমর্থন গড়ে তোলার ক্ষেত্রে, তার পরিচয়কে একটি উপায় হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার প্রচারণার ভিডিওগুলোতে উর্দু এবং স্প্যানিশ ভাষায় কথা বলেছেন।

নির্বাচনের আগে মামদানি ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বিনামূল্যে পাবলিক বাস, ভাড়া ফ্রিজ এবং সর্বজনীন শিশু যত্নের প্রতিশ্রুতি দিয়েছেন।

সাম্প্রতিক এক অনুষ্ঠানে বিবিসিকে মামদানি বলেন, ‘এটি এমন একটি শহর যেখানে প্রতি চারজনের মধ্যে একজন দারিদ্র্যের মধ্যে বাস করে, এমন একটি শহর যেখানে ৫,০০,০০০ শিশু প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। শেষ পর্যন্ত, এটি এমন একটি শহর যার কারণে এটি এত বিশেষ তা হারানোর ঝুঁকিতে রয়েছে।

নিউইয়র্ক রাজ্যের ডেমোক্র্যাট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে মেয়র হয়েছেন মামদানি। এই ত্রিমুখী লড়াইয়ের জন্য এই মেয়র নির্বাচন এতটা গুরুত্ব পেয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে উল্লেখযোগ্য। ১৮৯২ সালের পর তিনি শহরের সর্বকনিষ্ঠ মেয়র হলেন।

তিনি গত বছর কোনো নাম স্বীকৃতি, সামান্য অর্থ এবং কোনো প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

কেবল এই কারণেই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে তার জয় উল্লেখযোগ্য।

তবে তার চেয়েও বেশি, তিনি সেই ধরনের রাজনীতিবিদকে প্রতিনিধিত্ব করেন যা ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থিদের অনেকেই বছরের পর বছর ধরে খুঁজছেন।

তিনি তরুণ এবং ক্যারিশম্যাটিক, তার প্রজন্ম সোশ্যাল মিডিয়ার সাথে স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করে।

তার জাতিগত পরিচয় দলের ভিত্তির বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি রাজনৈতিক লড়াই থেকে পিছপা হননি এবং গর্বের সাথে বামপন্থি দৃষ্টিকোণ থেকে সবকিছুকে দেখার চেষ্টা করেছেন। - যেমন বিনামূল্যে শিশু যত্ন, সম্প্রসারিত গণপরিবহন এবং মুক্ত বাজার ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ।

এক প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সমর্থকদের মামদানি বলেন, ‘এই হাতগুলোই আমাদের এই শহরে ইতিহাস তৈরির এই পর্যায়ে নিয়ে এসেছে। ইতিহাস তৈরি করে দেখানোর জন্য যখন আপনি মনোযোগ দেন এবং শ্রমজীবী ​​মানুষের জন্য লড়াই করেন, তখন আপনি প্রকৃতপক্ষে সেই জায়গার রাজনীতি পুনর্নির্মাণ করতে পারেন।’

সূত্র: বিবিসি, আল জাজিরার

বাংলাদেশ সময়: ১১:৩৪:৫৮   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ