নারায়ণগঞ্জের জন্য জান দিয়ে কাজ করবো: মাসুদুজ্জামান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের জন্য জান দিয়ে কাজ করবো: মাসুদুজ্জামান
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫



নারায়ণগঞ্জের জন্য জান দিয়ে কাজ করবো: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নে জান দিয়ে কাজ করবেন তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নারায়ণগঞ্জকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছে- সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, যানজট, শিক্ষা ব্যবস্থা- সব ক্ষেত্রেই জটিলতা। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ হৃদয় দিয়ে কাজ করব, জান দিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, “আমার বয়স ৫৮-৫৯, কিন্তু জীবনে কখনো মামলা হয়নি, এমনকি একটা জিডিও না। জুলাই আন্দোলনে আমার মানবিক সহায়তা ছিল, রাজনৈতিকভাবে সক্রিয় ছিলাম না। আমি সাদা-কালো মানুষ, জটিল কিছু বুঝি না।”

তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষা-কেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সকল শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সহসভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর কমিটির সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাহবুবুল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, নাসিকের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, নারী নেত্রী সাজেদা খাতুন মিতা, কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদক লিপি খন্দকার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের জুলহাস মিয়া, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান শামীম, যুবদলের সাবেক সভাপতি সারোয়ার মুজাহিদ মুকুল, তারেক জিয়া প্রজন্ম দলের সহসভাপতি মোশারফ হোসেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘের জেলা সাংগঠনিক সম্পাদক ইসাল উদ্দিন ইসা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৬   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
জুলাইযোদ্ধাসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে: উপদেষ্টা আদিলুর
তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পন্ন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, যে বার্তা মির্জা ফখরুলের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডোবা বাল্কহেডের ২ লস্করের লাশ উদ্ধার
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ