![]()
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদী আমলে প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল একেকটা ক্যান্টনমেন্ট।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের আয়োজনে ‘মেডিকেল শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে’ যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, জুলাইয়ে ঢাকা মেডিকেলে ইসরায়েলিদের মতো বর্বরতা চালিয়েছে ছাত্রলীগ। ফ্যাসিবাদী আমলে সৃজনশীল মানুষদের টার্গেট করে জুডিসিয়ারি কিলিং বাস্তবায়ন করা হয়েছে।
ইংরেজদের আদিম শিক্ষাব্যবস্থার সমালোচনার পাশাপাশি তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে তার সবগুলোই হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে। নতুনত্ব আনতে শিবির ৩০ দফা শিক্ষাব্যবস্থা প্রস্তাব করেছে বলে জানান তিনি। নতুন প্রজন্ম তৈরিতে যারা কাজ করবে ছাত্রশিবির সবসময় তাদের সঙ্গে থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:২০:৫৯ ১২ বার পঠিত