চলতি সপ্তাহে যারা পেতে পারে বিশ্বকাপের টিকিট

প্রথম পাতা » খেলাধুলা » চলতি সপ্তাহে যারা পেতে পারে বিশ্বকাপের টিকিট
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫



চলতি সপ্তাহে যারা পেতে পারে বিশ্বকাপের টিকিট

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এরই মধ্যে মোট ২৯টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। শুধু তাই নয়, চলতি সপ্তাহে আরও কিছু দল বিশ্বকাপের টিকিট পাবে।

নভেম্বরে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হয়েছে। এরই মধ্যে ইউক্রেনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে ফ্রান্স। চলতি সপ্তাহে ইউরোপ থেকে আরও কিছু দল বিশ্বকাপের টিকিট পাবে।

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের তালিকায় সবার উপরে আছে নরওয়ে। ৭ ম্যাচে সবকটিতে জিতে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে তারা। শেষ চলতি সপ্তাহে ইতালির সঙ্গে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচে ড্র কিংবা জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত হবে তাদের। হারলেও বিশ্বকাপে যেতে পারবে তারা। তবে হারের ব্যবধানটা ৯ গোলের কম হতে হবে।

এছাড়াও, ইউরোপ থেকে পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং বেলজিয়াম, এশিয়া থেকে আরব আমিরাত ও ইরাক চলতি সপ্তাহে বিশ্বকাপের টিকিট পেতে পারে।

এদিকে স্বাগতিকের মর্যাদায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দলের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত। সেই সঙ্গে বাছাই উৎরে এখন পর্যন্ত যোগ হয়েছে আরও ২৬টি দল।

এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যারা
স্বাগতিক হিসেবে: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
বাছাইপর্ব পেরিয়ে:
জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইকুয়েডর, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, ফ্রান্স, সৌদি আরব, আইভরি কোস্ট এবং সেনেগাল।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০০   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
চলতি সপ্তাহে যারা পেতে পারে বিশ্বকাপের টিকিট
আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারাল বাংলাদেশ
২৮৯ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স!
মাহমুদুলের সেঞ্চুরিতে ছুটছে বাংলাদেশ
কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টুর্নামেন্ট উদ্বোধন
ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি
লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ