ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা : শামসুজ্জামান দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা : শামসুজ্জামান দুদু
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫



ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা : শামসুজ্জামান দুদু

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘মওলানা ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা। জিয়াকে অনুসরণ করা মানে বেগম জিয়া-তারেক রহমানকে অনুসরণ করা।’

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘মওলানা ভাসানী মজলুম-নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন।
জিয়াউর রহমান তাকে অনুসরণ করেই বিএনপিকে জনপ্রিয় করেছেন। ধানের শীষকে মানুষের হৃদয়ের প্রতীক হিসেবে পরিচিত করেছেন।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আহ্বান জানালে কেউ কেউ বলে, শুধু একটি দলকে ক্ষমতায় যাওয়ার জন্য নাকি গণ-অভ্যুত্থান হয়নি। পাগলের প্রলাপ।
১৬, ১৭ ও ১৮ বছর ধরে এই দেশে তারেক রহমান বিএনপিকে সংগঠিত করেছে। রাজপথে আন্দোলনে করেছে, একটি ভালো নির্বাচনের জন্য। জনসমর্থিত একটি সরকার প্রতিষ্ঠার জন্য।’

দুদু আরো বলেন, ‘আজকের দিনটা খুনি, গণহত্যাকারী ও লুটপাটকারীর মামলার রায়ের দিন।
বাংলাদেশ এত স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণিত হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে।’

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য মাইনুল হক ও রবিউল আওয়াল লাভলু প্রমুখ।
সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৪১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে হলান্ডের নরওয়ে
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন : সিইসি
ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক
হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে : জোনায়েদ সাকি
ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা : শামসুজ্জামান দুদু
শেখ হাসিনার মৃত্যুদণ্ড : ঢাকার নিম্ন আদালতে মিষ্টি বিতরণ
রায়ের পর সন্তোষ প্রকাশ করলেন আইন উপদেষ্টা
পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি : পরিবেশ উপদেষ্টা
রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড
১৪-তে পা আরাধ্যর, জন্মদিনে আবেগঘন বার্তা অমিতাভ বচ্চনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ