মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মাদক দমন করতে প্রয়োজনে মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠক শেষে ট্রাম্প জানান, কলম্বিয়ায় থাকা কোকেনের ফ্যাক্টরিও ধ্বংস করবেন তিনি। এমনকি ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের কথাও বলেন ট্রাম্প।

সোমবার (১৭ নভেম্বর) ওভাল অফিসে ফিফা বিশ্বকাপ টাস্কফোর্সের ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৫ সালে বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে, কিন্তু ওভাল অফিসে ট্রাম্পের কণ্ঠে ছিল পুরোটাই মাদকবিরোধী যুদ্ধের আগ্রাসী নীতি।

মেক্সিকো থেকে ভেনেজুয়েলা, আমেরিকার দক্ষিণ সীমান্তে তিনি যে কড়া অবস্থান নিচ্ছেন, তা স্পষ্ট করেছেন ট্রাম্প।

মেক্সিকো থেকে মাদক প্রবাহ রোধে হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেননি জানিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে যে বিপুল পরিমাণ মাদক ঢুকছে, তার বড় অংশই আসে মেক্সিকো সীমান্ত হয়ে। তাই প্রয়োজনে মেক্সিকোর ভেতরে সামরিক হামলাও চালাতে পারেন বলে সতর্ক করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন,

আমাদের জলপথ দিয়ে প্রায় কোনো মাদকই ঢোকে না, প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এখন মাদক ঠেকাতে হলে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো? হ্যাঁ, প্রয়োজনে তাই করব। মাদক বন্ধ করতে যা দরকার, সবই করতে প্রস্তুত আমি।

এসময় কলম্বিয়া প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, সুযোগ পেলে তিনি কলম্বিয়ার কোকেন উৎপাদন কারখানাগুলো ধ্বংস করতে চান। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক অভিযান ঘোষণা করেননি, তবে সংকেতটা বেশ স্পষ্ট।

ট্রাম্প বলেন,

আমরা ভালোভাবেই জানি মাদক, ফেন্টানিল, কোকেন, কীভাবে এখানে আসে। কলম্বিয়ায় কোকেন তৈরির কারখানা আছে। সেই কারখানাগুলো ধ্বংস করতে পারলে আমি গর্বিতই হতাম।

এছাড়াও ভেনেজুয়েলা মার্কিন সীমান্তে প্রিজন খালি করে মানুষ পাঠিয়েছে, যা বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে এনেছে বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৯   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন
মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ
৪৯০ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত
মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত
৩২ দল পেল বিশ্বকাপের টিকিট, অপেক্ষা আরও ১৬ দলের
যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়: মিশেল ওবামা
সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ
জম্মু–কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ