
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সাজা কার্যকরে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন। এরপর বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ সম্মেলনে বলেন, বিচার স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে। এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এ রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সম্পূর্ণ না হলেও, তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।
ট্রাইব্যুনালেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের বিচার হয়েছিল হাসিনার শাসনামলে। তখন দলটি আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেও, এবার হাসিনার রায়ের পর গোলাম পরওয়ার বলেছেন, ট্রাইব্যুনালের আজকের রায় ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকার বা রাষ্ট্রের কোনো ক্ষমতাবান ব্যক্তিই যে আইনের ঊর্ধ্বে নয়, তা প্রমাণিত হলো। পিলখানা, শাপলা হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং ক্রসফায়ারের মাধ্যমে হত্যাসহ সব অপরাধের দ্রুত বিচারও দেশবাসীর প্রত্যাশা।
রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের তীব্র প্রতিরোধের মুখে তারা কোথাও দাঁড়াতে পারেনি। ফ্যাসিবাদীদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই।
শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে মিয়া পরওয়ার বলছেন, প্রতিবেশী দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আশ্রয় দিয়ে অপরাধীর পক্ষাবলম্বন করেছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে বাংলাদেশে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২২:৩৯:২৪ ৬ বার পঠিত